এথিনা
যুদ্ধ আর শিল্পকলার দেবী ছিল। জিউসের প্রথম স্ত্রী মেটিসের গর্ভে জন্ম
এথিনার। জিউস যেমন তার পিতাকে হত্যা করেছিল তেমনি ভবিষ্যতবাণি ছিল জিউসের
ব্যাপারে। তাই সে গিলে ফেলে মেটিসকে। মেটিস জিউসের শরীরে ভিতর তার গর্ভে
থাকা এথিনার জন্য একটা ধাতব শিরস্ত্রাণ আর জামা বানায়। এ শিরোস্ত্রান
তৈরিতে প্রচুর শব্দ হয় ফলে জিউস মাথা ব্যাথায় উন্মাদ
হয়ে যায়। হেফেস্টাস তাই জিউসের মাথা চিড়ে ফেলে আর তা থেকে পূর্ণবয়স্ক
অবস্থায় জন্ম নেয় মায়ের দেয়া জামা আর শিরোস্ত্রান পরিহিত দেবী এথিনা। এথিনা
আর পসেঈডন দুজনেই গ্রীসের একটা শহরকে খুব পছন্দ করতেন। তাই সিদ্ধান্ত হয়
যে নগরের মানুষ যার পূজা করবে শহরটা তার হবে। পসেঈডন শহরে একটা ঝরনা তৈরী
করে দেয়। কিন্তু লবনাক্ততার কারনে তা পরিত্যাক্ত হয়। আর এথিনা তাদের জলপাই
গাছ দেয় যা থেকে তারা ফল, কাঠ ও তেল পেত। তাই তারা এথিনার পুজা করে। ফলে
এথিনা নিজের নামে শহরটির নাম দেন এথেন্স।
এথিনা কী মারা যায় কোনো যুদ্ধে??
উত্তরমুছুনএ যে আমরা এসব দেবতাদের বাপ্যার আলাপ করছে তার কি মানুষ ছিল
উত্তরমুছুনপরে হোমার বা ইতিহাসবিদরা তাদের দেবতা বানিয়ে দিয়েছে নাকি এগুলো
কাপ্লনিক গল্পকাহিনী।