পৃষ্ঠাসমূহ

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

গ্রীক পুরাণের সৃষ্টি পর্ব - ২

টাইটানদের সাথে যুদ্ধ জয় করার পর দেবরাজ জিউস প্রমিথিউস ও তার ভাই এপিমেথিয়াস কে দায়িত্ব দেয় পৃথিবীর জন্য নশ্বর জীব তৈরি করার এবং সেজন্য বিভিন্ন উপকরণ দেবতার তরফ থেকে দেয়াহয় প্রমিথিউস ও এপিমেথিয়াস কে। কিন্তু এপিমেথিয়াস দেবতাদের দেয়া উপহার শেষ করে ফেলে মানুষ সৃষ্টির আগে সৃষ্টি করা জীবদের দিয়ে দিয়ে,মানুষ সৃষ্টি করার সময় কোন স্বর্গীয় উপহার ই অবশিষ্ট ছিলো না। ধারালো নখ, দাত, খোলস, প্রখর দৃষ্টি শক্তি, ঘ্রাণশক্তি, ইত্যাদি সব ই শেষ হয়ে যায় মানুষ সৃষ্টির আগেই। তাই প্রমিথিউস মানুষ কে সৃষ্টি করে দেবতাদের আদলে, মানুষ কে দেয় সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা, আকাশের দিকে তকাতে পারার উপহার। মানুষ সৃষ্টি করে মানুষের প্রতি দুর্বল হয়ে পরেন প্রমিথিউস।সর্বোপরি প্রমিথিউস মানুষকে তৈরীকরে সৃষ্টিশীল চিন্তা-ভাবনা করার গুণ দিয়ে। মানুষেরা পৃথিবীতে বসবাস শুরু করার পর প্রমিথিউসের মনে হয় মানুষের আগুণের প্রয়োজন, তাই সে জিউসের কাছে প্রস্তাব রাখে মানুষকে আগুণ উপহার দেয়ার জন্য কিন্তু জিউস সে প্রস্তাব প্রত্যাখান করে।

জিউসের প্রত্যাখানে দমে না গিয়ে প্রমিথিউস স্বর্গ থেকে আগুণ চুরি করে মানুষ কে উপহার দেয় আর তার ফলে একি সাথে জিউসের কোপানলে পড়ে মানুষ ও প্রমিথিউস। প্রমিথিউস কে ক্রধাণ্বিত জিউস বেধে ফেলে এক পাহাড়ের সাথে শুধু তাই নয় এক বিশালাকর ঈগল প্রতিদিন ঠুকরে ঠুকরে খেয়ে ফেলতো প্রমিথিউসের যকৃৎ (মতান্তরে হৃদযণ্ত্র) যা আবার রাতের বেলায় পুণরায় আগের মতন হয়ে যেত। বহু বছর পরে জিউসের পুত্র হারকিউলিস প্রমিথিউসকে মুক্ত করে বন্দীদশা থেকে।

আর মানুষ কে শাস্তি দেয়ার জন্য জিউস স্বর্গে তৈরী করেন পৃথিবীর প্রথম নারী, নিখুত মানুষ প্যান্ডোরা। প্রত্যেক দেবতাই অবদান রেখেছে প্যান্ডোরা কে গড়ে তুলতে, সবাই কিছু না কিছু উপহার দিয়েছে প্যান্ডোরাকে। প্যান্ডোরাকে তৈরীকরার জন্য ভালোবাসার দেবী আফ্রোদিতিকে বেছে নায়া হয় মডেল হিসেবে, আফ্রোদিতি তাকে দেয় সৌন্দর্য্য-লাবণ্য-আকাঙ্খা।
হার্মস তাকে দেয় চাতুর্জ ও দৃঢ়তা, এ্যাপোলো নিজে তাগে সঙ্গীত শেখায় এভাবে প্রত্যেক দেবতাই তাদের নিজেদের সেরাটা দিয়ে সাজিয়ে তোলে প্যান্ডোরা কে। সবশেষে দেবরাজ জিউসের স্ত্রী হেরা প্যান্ডোরাকে উপহার দেয় হেরার অনন্য বৈশিষ্ট্য কৌতুহল।

প্যান্ডোরাকে দেবতাদের তরফ থেকে উপহার হিসেবে পাঠানো হয় এপিমেথিয়াসের কাছে, তাকে বলা হয় তার ভাই এর কৃতকর্মের জন্য তারওপর কোন রাগ নেই সেটা প্রমাণ করার জন্য জিউস এই উপহার পাঠিয়েছে। এপিমেথিয়াসের ভবিষ্যৎদ্রষ্টা ভাই প্রমিথিউস তাকে নিষেধ করেছিলো দেবতাদের কোন উপহার গ্রহণ করতে কিন্তু প্যান্ডোরাকে দেখামাত্র তার প্রেমে পড়ে যান এপিমেথিয়াস। এপিমেথিয়াস-প্যান্ডোরার বিয়েতে প্যান্ডোরাকে দেবরাজ জিউস উপহার দেন এক অপূর্ব বাক্স কিন্তু নিষেধ করে দেন এটি খুলতে। যতদিন এটি বন্ধ থাকবে ততদিন ই সুখে-শান্তিতে এপিমেথিয়াসের ঘর করতে পারবে প্যান্ডোরা এটাও বলেন তিনি।

দেবরাজ জিউসের নিষেধাজ্ঞা পরাস্ত হয় দেবরাণী হেরার দেয়া উপহার কৌতুহল এর কাছে। বিয়ের উপহার একবার দেখতে প্যান্ডোরা বাক্সটি খোলামাত্র বাক্সবন্দী রোগ-জরা-হিংসা-দ্বেষ-লোভ-মিথ্যা ইত্যাদি সব স্বর্গীয় নীচুতা ছড়িয়ে পরে মানুষের পৃথিবীতে, হেরা যখন বাক্সটা বন্ধ করতে পারে তখন শুধু আশা রয়ে যায় সেই বাক্সে।

এভাবেই পৃথিবীর প্রথম ও একমাত্র সর্বগুণে গুণান্বিত স্বর্গীয় মানবী পৃথিবীর জন্য নিয়ে আসে নারকীয় দুর্ভোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন