পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

অ্যাজটেক সভ্যতা ...(দ্বিতীয় পর্ব)

টেনোকটিটলান নগরে চারটি অঞ্চল ছিল। অঞ্চলগুলিকে বলা হত কামপান। প্রতিটি কামপানে ২০টি করে জেলা। প্রতিটি জেলায় ছিল আড়াআড়ি রাস্তা। ছিল বাজার। অ্যাজটেক সভ্যতায় অবশ্য মুদ্রার ব্যবহার ছিল না। কাজেই বার্টার। কাপড়, খাবার, জাগুয়ারের চামড়া প্রভৃতি বাজারে লেনদেন হত।
টেনোকটিটলান নগরের একটি অন্যতম আকর্ষন ছিল মকটেজুমা প্রাসাদ। মকটেজুমা ছিলেন অ্যাজটেক শাসক । প্রাসাদটির অবস্থান নগরের মাঝখানে দেওয়াল ঘেরা চতুস্কোন চত্তরে।শতাধিক শয়নকক্ষ ছিল প্রাসাদে। সেই সঙ্গে শয়নকক্ষ লাগোয়া বাথরুম।
তবে টেনোকটিটলান নগরের উপাসনালয়টিই নগরের প্রধান আকর্ষন। আজও। আজও বললাম এই কারণে যে. নগরের ধ্বংসের ওপরই গড়ে উঠেছি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
ধর্ম,অনিবার্যভাবেই ছিল অ্যাজটেকদের প্রাত্যহিক জীবনের অংশ। ওদের দেবতার সংখ্যা ছিল প্রায় ১০০০। মূল দেবতা সূর্যদেবতা। নাম আগেই একবার বলেছি, হুইটজিলোপকটলি। ইনিই সূর্য ও যুদ্ধের দেবতা। ইনিই বলেছিলেন ... যে স্থানে একটি ঈগলকে ক্যাটটাসের শাখায় বসে সাপ খেতে দেখবে সেখানে যেন তাদের নগর নির্মাণ করে। ...অ্যাজটেকদের আরেক জন দেবতা হলেন টিলালোক। ইনি বৃষ্টিদেবতা। অ্যাজটেক কৃষকের দেওতা। মেক্সিকো উপত্যকায় খরা ছিল নিত্য। কাজেই ...অ্যাজটেকরা স্বর্গনরকে বিশ্বাস করত। ওদের মতে স্বর্গ ১৩টি আর নরক ৯টি। মৃত্যুর পরবর্তী জীবনেও বিশ্বাস করত তারা। একজন মানুষ কী ভাবে মৃত্যু বরণ করে তার ওপরই নির্ভর করে তার পরবর্তীজীবন। যুদ্ধের সময়ে মারা গেলে সরাসরি সূর্যদেবতার কাছে চলে যাবে সে। জন্মদানের সময় নারীর মৃত্যু হলে সে নারীও পাবে বিশেষ সুবিধাদি। অন্যান্য কারণে মৃত্যু হলে পাতাল ঘুরেটুরে শেষে মৃতদের দেশে যাবে। এমন আর ও অনেক অদ্ভূত অদ্ভূত বিশ্বাস ছিল অ্যাজটেকদের। যেমন সূর্য নাকি প্রতিরাতে অন্ধকারের সঙ্গে মল্লযুদ্ধ করে!
যাক। টেনোকটিটলান নগরের কথা বলছিলাম। সে নগরের অন্যতম আকর্ষন: অ্যাজটেক উপাসনালয়; যার নাম টেমপ্লো ম্যাওর ; নাহুয়াটাল ভাষায়- হুয়েই টিয়োকালি।
অ্যাজটেক উপাসনালয়ের আকার সাধারনত হত পিরামিড আকৃতির। নিচে পুরোহিতের ঘর। বাগান, খুলি রাখার স্থান। ছিল পরিশুদ্ধ হওয়ার জন্যে জলাশয়। একপাশে ওপরে উঠবার সিঁড়ি । ওপরে দেব মন্দির। পুরোহিতরা অ্যাজটেকদের বোঝাত- মানুষের কার্যাবলী দেবতাকে খুশি অথবা অখুশি করতে পারে। এই বিশ্বাসের বশেই মানুষ ধরে উৎসর্গ করত। সারা বছর। ২০ থেকে ৫০ হাজার। দেবতার ভোজনের দিনেও দাসদের হত্যা করত।

One of the most celebrated religious days was the O'Nothing Days. During this time, priests would get dressed up like gods and go to an extinct volcano to perform human sacrifices. These sacrifices would occur when the evening star rose high in the sky. The captive would be placed over either a stone chosen just for this purpose or an altar. The victims' hearts would be set on fire and torn out of their chests. Once removed from their bodies, it would be lifted toward the sun and placed in a dish that was believed to be sacred. The bodies of the sacrificed would be pushed down the stairs of the temple. It may be surprising to learn that many of the sacrificed were happy to give up their bodies, as they believed that it was their instant ticket to heaven.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন