পৃষ্ঠাসমূহ

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

গ্রীক পুরাণের সৃষ্টি পর্ব - ১

Once upon a time ....... সে বহুকাল আগের কথা অথবা অনেক অনেক দিন আগে এভাবেই গল্প শুরু করতে হয় কিন্তু মুশকিল হচ্ছেএই গল্পের শুরু সময় শুরুর ও আগে যখন আকার-অবয়বহীন শুন্যতা ছাড়া আর কিছুই ছিলো না, আলো আর অন্ধকার মিলেমিশে একাকার হয়ে ছিলো সেই সময়হীন সময়ে, সেই অসীম শূন্যতায় এক বিশালাকার কালো ডানার পাখি নিক্স তার সোনালী ডানায় তা দিয়ে যাচ্ছিলো বিরামহীন। তার প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই সোনালী ডিম থেকে প্রস্ফুটিত হয় ইরস, প্রেমের দেবতা, আর সেই সোনালী ডিমের খোসার অর্ধেকটা রূপান্তরিত হয় ইউরেনাস (আকাশ) আর বাকি অর্ধেকটা হয় গায়া (পৃথিবী)। প্রেমের দেবতা ইরস এর আশীর্বাদে প্রেমবিদ্ধ হয় ইউরেনাস ও গায়া। ইউরেনাস ও গায়ার প্রথম সন্তানরা ছিলো তিন টি দৈত্যাকার সাইক্লোপ, সাইক্লোপ রা ছিলো ৫০ টি মাথা ও ১০০ টি হাত বিশিষ্ট কিন্তু এদের একটি মাত্র চোখ ছিলো, গায়া ও ইউরেনাসের পরের সন্তানরা ছিলো ১২ টি টাইটান, টাইটানরাও দৈত্যাকার ও অসম্ভব শক্তিশালী ছিলো এবং তারা সবাই ছিলো বিদ্ধ্বংসী স্বভাবের। ইউরেনাস মহাবিশ্বের অধিপতির ভয় ছিলো যে তার সন্তানেরা তাকে সরিয়ে ক্ষমতা দখল করে নেবে তাই ইউরেনাস তার সন্তানদের বন্দী করে রাখে যা গায়া মোটেও পছন্দ করতে পারে নি।

গায়ার সহায়তায় গায়া ও ইউরেনাস এর সবচেয়ে কনিষ্ঠ সন্তান টাইটান ক্রোনাস ইউরেনাস কে যুদ্ধে পরাজিত করে এবং ক্ষমতা দখল করে কিন্তু সে তার অন্য ভাইদের মুক্ত না করে বন্দী অবস্হায় রেখে দেয় ক্ষমতা নিরুপদ্রব ভাবে উপভোগ করার জন্য। ক্রোনাস তার বোন অপর এক টাইটান রিয়া/রেয়া কে বিয়ে করে, ক্রোনাসেরও ভয় ছিলো তার সন্তানেরাও তারমত তাকে উৎক্ষাৎ করে ক্ষমতা দখল করবে তাই যখনি রেয়ার কোন সন্তান জন্মাত ক্রোনাস তার সন্তানদের গিলে ফেলতো কিন্তু গায়ার আশীর্বাদে ক্রোনাস-রেয়ার সন্তানেরা ছিলো দেবতা, তারা অমর তাই ক্রোনাস তাদের গিলেফেললেও তারা মারা না গিয়ে ক্রোনাসের উদরের ভেতরেই বেড়ে উঠতে থাকে , ক্রোনাস একে একে তাদের ৫ টি সন্তান দিমিত্রি, হেরা, হেসিয়া, পোসাইডন এদের গিলেফেলে। ছয় নম্বর সন্তানের জন্মের পর রেয়া তার শিশুপুত্রকে তার মা গায়ার কাছে লুকিয়ে রাখে এবং একটি পাথরখন্ড কাথায় জড়িয়ে ক্রোনাস কে দেয়, ক্রোনাস সেটাকেই গিলে নেয় এবং নিঃশ্চিন্তে কালাতিপাত করতে থাকে , হায় সে যদি জানতো ওনাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে......

রেয়ার সেই লুকিয়ে রাখা ছেলেটাই ছিলো জিউস, দেবরাজ জিউস। জিউস যখন পরিণত বয়ষ্ক হয় তখন রেয়া তাকে তার ভাইবোনদের কথা এবং তার নিজের কথা বলে তাকে উদ্বুদ্ধ করে তার ভাইবোনকে মুক্ত করার জন্য। গায়া ও জিউসের পরামর্শে রেয়া ক্রোনাসের খাবারের সাথে বিশেষ ধরনের লতা-পাতা মিশিয়ে দেয় (তুক-তাক) এবং ক্রোনাস বাধ্য হয় তার সন্তান দের উগরে দিতে। জিউসের পরিচালনায় তারা ক্রোনাসের বিরুদ্ধে যুদ্ধ করে তবে ক্রোনাস ও একা ছিলো না ক্রোনাস এর সাথে ছিলো তার ভাই-বোন অন্য টাইটান রা। দেবতা ও টাইটানদের সেই যুদ্ধ দীর্ঘদিনব্যাপি চলতে থাকে , এ যেন এক অনন্ত যুদ্ধ। টাইটানদের মধ্যে প্রমিথিউস ছিলো ভবিষ্যৎদ্রষ্টা সে বুঝতে পারে এই যুদ্ধে দেবতাদের জয় অনিবার্য। প্রমিথিউষ তখন পক্ষ পরিবর্তন করে এবং গোপনে দেবতাদের বিভিন্ন পরামর্শ দিতে থাকে, প্রমিথিউসের পরামর্শেই জিউস গায়ার প্রথম তিন সন্তান সাইক্লোপসদের মুক্ত করে দেয় মুক্তিপেয়ে সাইক্লোপস রা প্রানপণে লড়াই করতে থাকে ক্রোনাস এর বিরুদ্ধে কারন ক্রোনাস ইউরেনাসকে ক্ষমতাচ্যুত করার পরো তাদের মুক্ত করেনি। এভাবে বিশ্বাসঘাতক প্রমিথিউস ও দৈত্যাকৃতির সাইক্লোপদের সাহায্যে দেবতারা যুদ্ধে জয়ী হয় এবং টাইটানদের বন্দি ও নির্বাসিত করে।

‌যুদ্ধ শেষে দেবতারা তাদের আবাস্হল হিসেবে নির্বাচিত করে অলিম্পাস হিসেবে। অলিম্পাসে দেবতাদের সাথে যোগ দেয় দুজন টাইটান প্রমিথিউস এবং এপিমেথিয়াস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন